Rig mart (RM)

RM Logo

Geo geotextile pots | Grow Bags affordable Price

Geo geotextile pots | Grow Bags affordable Price

Geo geotextile pots – জিও পট হল টিন ও প্লাস্টিক ড্রামের বিকল্প, যা পানিতে সহজে নষ্ট হয় না এবং এটি পরিবেশ বান্ধব হওয়ায় বাড়ির ছাদে ব্যবহার উপযোগী। এতে ছোট বড় সব ধরনের গাছ লাগানো যায়।

Geo geotextile pots | Grow Bags affordable Price

সাধারন ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্যঃ

  1. এতে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। ড্রামে ছিদ্র করতে হয় তার উপর টবের টুকরা দিতে হয়, তার উপর বালি দিতে হয়। তারপরেও অনেক সময় পানি বেশি হয়ে গেলে গাছের শিকড় পচে যায়। জিও ব্যাগে এগুলোর কোন ঝামেলা নেই। সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন। পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নাই।
  2. জিও ব্যাগের ভেতর দিয়ে বাতাস চলাচল করে। ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না।
  3. ব্যবহার করার পরেও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেওয়া যায়। দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলে খুব অল্প জায়গা নিবে। কিন্তু ড্রাম ভাঁজ করা যাবে না।

আমাদের জিও বাগের উপকারিতাঃ

  1. ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিক ড্রামের মত আকার ঠিক থাকবে। কারন আমাদের ব্যাগ গুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি।
  2. পানি বাহির হওয়ার জন্য তলায় কোন ছিদ্র করতে হয়না। পানি অটোমেটিক বের হয়ে যায়।
  3. ছাদের ওভার লোড প্রতিরোধ করতে জিও গ্রো ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  4. ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
  5. মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই।

সর্ব শেষ কথা- যে ভাবেই পারেন গাছ লাগান, আগামী প্রজন্মকে বাঁচান। যেন আমাদের শিশুরা সুন্দর এক পৃথিবী পায়।

আমাদের ওয়েবসাইটে অর্ডার না দিলে পারলে। সরাসরি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ফোন করে অর্ডার করতে পারবেন। 01706176403 , 01896261223

Display Center :- 819/1, West Shewrapara , Mirpur, Dhaka. ( Agrani Bank Building ) Google Map

1 thought on “Geo geotextile pots | Grow Bags affordable Price”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top