How to reduce overheating – কিভাবে অতিরিক্ত তাপমাত্রা কমানো যায়।
How to reduce overheating – সারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর কারন হলো আতিরিক্ত কারখানা তৈরি হচ্ছে ও এর বিপরীতে গাছ কমে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য হলেও আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। শহরে অতিরিক্ত বিল্ডিং এর কারনে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা নেই। সেজন্য ছাদেই আমরা গাছ লাগাতে পারি। কিন্তু ছাদে গাছ লাগাতে গেলে প্লাস্টিক বা স্টিল ড্রামের অনেক দাম , সে জন্য সিরাজ টেক নিয়ে এসেছে প্লাস্টিক বা স্টিল ড্রামের বিপরীতে জিও ফেল্ট ফ্রেবিক্স দ্বারা জি গ্রো ব্যাগ। আমাদের ব্যাগ গুলো ফেল্ট ফেব্রিক্স দ্বারা তৈরি বিধায় এটা ড্রামের মত শক্ত হয়ে থাকে , বাজারে নিম্ন মানের জিও ব্যাগ গুলোতে মাটি ভরাট করার পর ব্যাগের আকার ঠিক থাকে না। কারন সেগুলো নরম জিও শিট দ্বারা তৈরি।
আমাদের জিও বাগের উপকারিতাঃ
- ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিকের ড্রামের মত আকার ঠিক থাকবে। কারন আমাদের ব্যাগ গুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি।
- পানি বাহির হওয়ার জন্য তলায় কোন ছিদ্র করতে হয়না। পানি অটোমেটিক বের হয়ে যায়।
- ছাদের ওভার লোড প্রতিরোধ করতে জিও গ্রো ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
- মোটা ফেব্রিক্স হওয়ায় ব্যাগ ছেদ করে শিকড় বের হওয়ার কোন সম্ভাবনা নেই।
- অতিরিক্ত তাপেও গ্রে কালার ব্যাগ গরম হয় না, যার ফলে মাটির ময়েশ্চার ঠিক থাকে।
- মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই।