How to use Geotextile Sheet Geo Bag and Geo Tube
জিও শিট, ব্যাগ ও টিউব নদী, খাল-বিল ও পুকুরে কিভাবে ব্যবহার করা হয়, আজকে আমরা সে সম্পর্কে জানবো।
জিও শিট মূলত অপচনশীল এবং এটি মাটিকে ধরে রাখে। এটি সাধারনত সমুদ্রের পাড়ে, নদী ও পুকুরের পাড় ভাঙন রোধের জন্য ব্যবহার করা হয়। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি নরম হয় সেক্ষেত্রেও এই জিও টেক্সটাইল ব্যবহার করে শক্ত করে নেয়া হয়। এছাড়াও রাস্তার বিভিন্ন ঢালাইয়ের কাজে এই জিও টেক্সটাইল ব্যবহার করা হয়। এবং সর্বশেষ এটি ছাদ বাগানের জন্য পট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আমাদের দেশে যে জিও টেক্সটাইল ব্যবহৃত হচ্ছে তা মূলত নন ওভেন জিও টেক্সটাইল। নন ওভেন জিও টেক্সটাইল আবার পিপি এবং পিএসএফ এর হয়ে থাকে। পিপি কোয়ালিটির জিও টেক্সটাইল গুলো তুলনা মুলক দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এবং পিএসএফ কোয়ালিটির জিও টেক্সটাইল গুলো তুলনা মুলক কম স্থায়ীত্তের হয়ে থাকে। পিপি এবং পিএসএফ ২টাই একই দেখতে, যারা প্রথম এই গুলো দেখবেন তারা কখনই চোখে দেখে এদের পার্থক্য করতে পারবেন না।
জিও টেক্সটাইলের আয়ুকাল মুলত তার জিএসএম এর উপরে নির্ভর করে। আমাদের দেশে ১৮০ জিএসএম থেকে ৭০০ জিএসএম পর্যন্ত জিও টেক্সটাইল পাওয়া যায়।
সমুদ্রের পাড়ে সাধারনত জিও টিউব ব্যবহার করা হয়। জিও টিউব গুলো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দৈর্ঘ্য ও ব্যাস দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে সব সময় মাথায় রাখবেন- আপনি যে মাপের ব্যাস দিবেন সেই মাপ অনুযায়ী উচ্চতা পাবেন না। সাধারনত ব্যাস এর ৩০-৫০% পর্যন্ত উচ্চতা পাওয়া যায়। (মনে করেন, আপনি ৬ ফিট ব্যাস দিয়ে জিও টিউব বানিয়ে নিলেন।সেক্ষেত্রে আপনি জিও টিউব এর উচ্চতা পাবেন ২-৩ ফিট) জিও টিউব এর উচ্চতা মুলত বালির কণার উপরে নির্ভর করে। মোটা বালি দ্বারা জিও টিউব ভরাট করলে তুলনামুলক উচ্চতা কিছুটা বেশি পাওয়া যায়।
জিও ব্যাগ গুলো সাধারনত নদী, পুকুর এবং খাল-বিলে ব্যবহার করা হয়। জিও ব্যাগ গুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে। যেমন- ৮০০*৬০০মিমি, ১০০০*৮০০মিমি, ১১৫০*৯০০মিমি, ১২৫০*১০০০মিমি। জিও ব্যাগের সাইজ ও জিএসএম অনুযায়ী ব্যাগের দাম গুলো নির্ধারন করা হয়। নদীতে বেশি স্রোত থাকলে বড় সাইজের এবং বেশি জিএসএম এর ব্যাগ ব্যবহার করা হয়। খাল-বিল বা পুকুরে যেখানে স্রোত কম সেখানে ছোট সাইজের ব্যাগ ব্যবহার করা হয়।
জিও শিট মুলত রোল আকারে থাকে। আর আমাদের দেশের রোল সাইজ গুলো সাধারনত ১০০*৩/৪/৫ মিটারের হয়ে থাকে। রোল গুলো লম্বায় ১০০ মিটার এবং চওড়ার দিকে ৩,৪ ও ৫ মিটারের পাবেন। জিও শিট সাধারনত জিও বস্তার নিচে বিছিয়ে দেয়া হয়। যাতে করে মাটি বা বালি টাকে ধরে রাখে। জিও শিট বিছিয়ে তার উপরে জিও বস্তা ফেলানো হয়। জিও শিট কোথায় এবং কিভাবে বিছাতে হয় তা ভিডিওতে সুন্দর মতো বুঝিয়ে দেয়া হয়েছে।